নিউজনাউ ডেস্ক: ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করে তার কিছুদিন পরেই হাতে হাত রেখে মারা গেলেন যুক্তরাষ্ট্রের ওহিওতে করোনায় আক্রান্ত দম্পতি। এমন বিরল ঘটনা খুব কমই ঘটে।
ফক্স৬১ এক প্রতিবেদনে বলছে, ওই দম্পতি হলেন-ডিক মিক (৯০) এবং শার্লি মিক (৮৭)।
গত ২২ ডিসেম্বর ডিক এবং শার্লি তাদের ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করেন। তার কয়দিন পরই করোনা এসে আলাদা করে দম্পতিকে। ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যে হাতে হাত রেখে কয়েক মিনিটের ব্যবধানে প্রাণ হারান স্বামী-স্ত্রী। হাসপাতলে ভর্তির পর আলাদা আলাদা রুমে রাখা হলেও পরিবারের অনুরোধে পরে এক রুমে রাখা হয় তাদেরকে।
এ দম্পতির মেয়ে ডেবি হাওয়েল বলেন, প্রথমে আমার মা মারা যান। তারা একজন আরেকজনের হাত ধরে ছিলেন। মা মারা যাওয়ার পরে নার্স তার মাথা বাবার কাঁধে রাখেন। এরপর কিছুক্ষণ পরেই বাবাও মৃত্যুর মুখে ঢলে পরেন।
নিউজনাউ/এসবিএম/এনএইচএস/২০২১