একটি পথের আত্মকথা!
৫ ফেব্রুয়ারী, ২০২৩
মো: মাহমুদ হাসান: শ্রীহট্ট নামটির সাথে কেমন যেন এক মায়াভরা আকুতি আছে। কেউবা সিলেট, কেউবা জালালাবাদ নামে যে অঞ্চলটি কে চেনেন, হাওর-পাহাড় মিলিয়ে বিধাতা তাঁকে অপরূপ সাজে সাজিয়েছেন। প্রাকৃতিক অভয়ারণ্যে ভরপুর, বনজ সম্পদে সমৃদ্ধ রঘুনন্দন, পাহাড়ের উঁচু নিচু ভূমিতে সবুজ শ্যামল...