alo
ঢাকা, বুধবার, মে ৩১, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
আ.লীগের সম্মেলন

দ্বিতীয় অধিবেশনে যোগ দিতে কাউন্সিলররা যাচ্ছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে

প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২২, ০২:৩৯ পিএম

দ্বিতীয় অধিবেশনে যোগ দিতে কাউন্সিলররা যাচ্ছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে

 


নিউজনাউ ডেস্ক: দক্ষিণ এশিয়ার প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন হবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। সেখানে যাচ্ছেন কাউন্সিলররা। 

শনিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে নেতাকর্মীদের সম্মেলন স্থান ত্যাগ করার দৃশ্য দেখা যায়।

ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সকাল সাড়ে ১০টায় পায়রা উড়িয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের এবারের জাতীয় সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৭ হাজার কাউন্সিলরসহ প্রায় ২৫ হাজার ডেলিগেট অংশ নিচ্ছেন। এছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও যোগ দিয়েছেন দেশের সবচেয়ে প্রাচীন দলটির জাতীয় সম্মেলনে।

সভাপতি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্ত হয়। দুপুর তিনটায় দ্বিতীয় অধিবেশন শুরু হবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। সেখানে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।

নিউজনাউ/আরবি/২০২২

X