নিউজনাউ ডেস্ক: ঢাকায় বড় ধরনের নাশকতার উদ্দেশে জঙ্গিরা লুকিয়ে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর বনানী থানাধীন কাকলি এলাকায় কয়েকটি আবাসিক হোটেলে ঘিরে রেখেছে পুলিশ।
বনানীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম মিয়া শনিবার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানেন, কাকলি এলাকার আবাসিক হোটেলে জঙ্গিরা অবস্থান করছে, এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালাচ্ছে। হোটেল ইনসাফ ও পূরবীসহ আরও কয়েকটি হোটেলে অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে শনিবার রাত ১০টার পর মতিঝিল দৈনিক বাংলা মোড়ে হোটেল রহমানীয়াতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, আমরা অভিযান পরিচালনা করছি। এ বিষয়ে পরে জানানো হবে।
দৈনিক বাংলার মোড় সংলগ্ন এই বহু তল ভবনের উপরতলায় রয়েছে বার এবং আবাসিক হোটেল। সেখানে আইন শৃঙ্খলা ব্যত্যয় ঘটতে পারে এমন কোনো ব্যক্তি বা অপরাধী আছে কি না তা মূলত নিশ্চিত হতে পুলিশের এ অভিযান।
নিউজনাউ/পিপিএন/২০২২