নিউজনাউ ডেস্ক: ত্বকের যত্নে, মুখের কালো ভাব দূর করতে আমাদের চেষ্টার তো কোনো ত্রুটিই নেই। ঝকঝকে সুন্দর ত্বকেও খুত থেকে যায়, এই যেমন ব্লাকহেডস। কাজেই সবার আগে আপনাকে ব্ল্যাকহেডস কমানোর ব্যাপারে মন দিতে হবে। কারণ সৌন্দর্যচর্চায় অবশ্যই আপনার নিখুত হওয়া উচিৎ। ব্লাকহেডস কমানোর সহজ কিছু উপায় জানাচ্ছি আপনাদের জন্য-
১. একটি ডিমের সাদা অংশ ও এক চা চামচ মধু ফেটিয়ে নিন। ত্বকে লাগিয়ে শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ঈষদুষ্ণ পানিতে ধুয়ে ফেলুন। ডিমের সাদা অংশে যে অ্যালবুমিন থাকে, তা ত্বকের ছিদ্রগুলিকে টাইট রাখে, ফলে ব্ল্যাকহেডস হয় না। বিশেষ করে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। সপ্তাহে দুই-একবার ব্যবহার করা যায়।
২. তাজা অ্যালোভেরার পাতা মাঝখান থেকে কেটে জ্যুসটা বের করে নিন৷ সরাসরি সেটা লাগান ব্ল্যাকহেডসের উপর। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। প্রতিদিন এটা করতে পারলে ধীরে ধীরে ত্বকের উজ্জ্বলতা বাড়বে৷
৩. একটি স্ট্রবেরি, আধা চা চামচ মধু আর আধা চা চামচ লেবুর রস একসঙ্গে পিষে নিন। তারপর সেটা ব্ল্যাকহেডসের উপর লাগিয়ে রাখুন অন্তত ২০ মিনিটের জন্য। তার পর ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানিতে।
৪. টমেটোর খোসা ছাড়িয়ে থেঁতো করে নিন। নাকে, গালে বা যেখানে ব্ল্যাকহেডস আছে সেখানে লাগিয়ে রাখুন সারারাত। পরদিন সকালে উঠে ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন৷ আপনার ত্বক খুব স্পর্শকাতর হলে টমেটোর রসের সঙ্গে সমান পরিমাণ পানি মিশিয়ে নিন।
৫. গরম পানির ভাপ নিন অন্তত দু’ মিনিটের জন্য। তারপর অরগ্যানিক মধু, অরগ্যানিক চিনি আর লেবুর রসের প্যাক তৈরি করে আলতো হাতে ঘষে নিন মুখে। মিনিটখানেক ম্যাসাজ করবেন। তারপর মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন রাতে শোওয়ার আগে করলে ব্ল্যাকহেডস দূর হবে।
৬. দুধের সঙ্গে জায়ফলের গুঁড়ো মিশিয়ে নিন, তারপর এই মিশ্রণটা দিয়ে স্ক্রাব করুন প্রতিরাতে। তার আগে অবশ্যই ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নেবেন।
৭. যাদের ত্বক শুষ্ক, তারা অরগ্যানিক ভার্জিন নারকেল তেল রোজ রাতে শোওয়ার আগে লাগিয়ে নিন ব্ল্যাকহেডসের উপর। ম্যাসাজ করুন মিনিটখানেকের জন্য। মৃতকোষ নিজেই ঝরে যাবে। মিশ্র বা শুষ্ক ত্বকের ক্ষেত্রে ক্যাস্টর অয়েল দিয়ে ম্যাসাজ করলেও ভালো কাজ হয়। তারপর তুলো দিয়ে আলতো হাতে মুখটা মুছে নেবেন।
৮. বাটিতে নারকেল তেল নিয়ে মাইক্রোওয়েভে মিনিট দুয়েক গরম করে নিন। তেল ঠান্ডা হয়ে গেলে দু’ টেবিলচামচ লেবুর রস যোগ করুন। এই মিশ্রণটি পুরো মুখে, বিশেষ করে ব্ল্যাকহেডস রয়েছে এমন জায়গাগুলোয় ভালো করে লাগান। ১০ মিনিট রেখে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন।
নিউজনাউ/এসএইচ/২০২১