alo
ঢাকা, শনিবার, মার্চ ২৫, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

ফেনীতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ৩

প্রকাশিত: ০৭ জানুয়ারী, ২০২৩, ০৪:৩৯ পিএম

ফেনীতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ৩
alo

নিউজনাউ ডেস্ক: ফেনীতে পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিলে করলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের সম্পদ ক্রোকের আদেশের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হলে তিন জনকে আটক করে পুলিশ। অপরদিকে ছাত্রদল দাবি করছে, তাদের সাত থেকে আট নেতাকর্মীকে আটক করা হয়েছে।  

শনিবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ফেনী প্রেসক্লাব এলাকা থেকে মিছিলটি বের হলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের ট্রাংক রোড ট্রাফিক মোড় পেরিয়ে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে প্রবেশ করতে গেলে পুলিশ তাদের ঘিরে ফেলে। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। পরে সেখান থেকে কয়েকজন নেতাকর্মীদের আটক করে পুলিশ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. নিজাম উদ্দিন জানান, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় পুলিশ বিক্ষোভকারীদের মিছিল নিয়ে সড়কে উঠতে নিষেধ করে। এ সময় তারা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল নিয়ে এগিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ায় পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করে এবং মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।  

নিউজনাউ/এমআরএইচ/২০২৩

 

X