হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে দু’টি ট্রাক, মাইক্রোবাস, পিকআপের চতুর্মুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হন আরও ৩ জন।
ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহপুরে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
নিহতরা হচ্ছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কমলাটিলা গ্রামের বাসিন্দা মাইক্রোবাস চালক সাদির আলী (২৫), একই উপজেলার মাদানগর গ্রামের মৃত নূরুল হকের ছেলে আতিকুর রহমান সিহাব (১৫) ও কমলগঞ্জ উপজেলার বেড়াছড়া গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম (৩২) এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান আব্দুস সালামের স্ত্রী সাদিয়া বেগম (২৬) ও তার মেয়ে হাবিবা আক্তার (২)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে প্রচণ্ড কুয়াশা পড়েছিল। নিহতরা সবাই মৌলভীবাজার জেলার বাসিন্দা। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় তাদের মরদেহ নেয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সেকেন্ড অফিসার জসিম উদ্দিন জানান, তাদের স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। আহত বাকিদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত সাদিয়া বেগমের মামাতো ভাই হেলাল আহমেদ জানান, নিহত সাদিয়া এবং তার মেয়ের মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে। বাকিদের লাশ নিয়ে রওয়ানা হয়েছেন।
নিউজনাউ/আরবি/২০২৩