alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

আদালতের কাজে হস্তক্ষেপ করে না সরকার: আইনমন্ত্রী

প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০২৩, ০১:৫৬ পিএম

আদালতের কাজে হস্তক্ষেপ করে না সরকার: আইনমন্ত্রী
alo


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আদালতের কাজে হস্তক্ষেপ করে না সরকার।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে আখাউড়া রেলস্টেশন এলাকায় স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে শুনেছি হাইকোর্টে যে জামিন দেয়া হয়েছিল, সেখানে কিছু আইনের ব্যত্যয় ঘটেছে। সে জন্য তিনি আপিল বিভাগে গেছেন।’

ব্রাহ্মণবাড়িয়া বার এবং বেঞ্চের মধ্যে সৃষ্ট ঘটনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন। ব্রাহ্মণবাড়িয়ার জজসহ অন্য জজরা প্রধান বিচারপতি বরাবর আবেদন করেছেন। পাশাপাশি একটি ভিডিও পাঠিয়েছেন, সেই ভিডিওতে দেখা গেছে একজন বিচারকের প্রতি তাদের আচরণ খারাপ ছিল। সেটা আমি শুনেছি। সেই পরিপ্রেক্ষিতে আমি দেখেছি হাইকোর্ট একটি রোল প্লে করেছে। এখন সেটি আদালতের বিষয়। এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না।’

নিউজনাউ/আরবি/২০২৩

X