alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০২৩, ১১:৫৮ এএম

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
alo


গোপালগঞ্জ প্রতিনিধি: টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় শ্রদ্ধা জানানো শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন তারা।

এর আগে সকাল ৮টায় সকালে রাজধানীর গণভবন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর টুঙ্গিপাড়ায় পৌঁছায়।

দুদিনের ব্যক্তিগত এ সফরে দুপুর ২টায় টুঙ্গিপাড়া থেকে সড়কপথে প্রধানমন্ত্রীর খুলনার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে মা বেগম ফজিলাতুন নেছা মুজিবের নামে থাকা দুটি পাটের গুদাম পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা জেলায় উপস্থিত হয়ে নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সেখান থেকে ফিরে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়ায় রাতযাপন করবেন।

নিউজনাউ/আরবি/২০২২

X