নিউজনাউ ডেস্ক: ব্যাপক অনিয়মের অভিযোগে গত ১২ অক্টোবর মাঝপথে বন্ধ হয়ে যাওয়া গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে পুনঃভোট শুরু হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সাঘাটা ও ফুলছড়ি দুটি উপজেলা নিয়ে গঠিত এই আসনের দুই উপজেলার ১৭টি ইউনিয়নের ১৪৫টি ভোট কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। সবগুলো কেন্দ্রতে ভোট গ্রহণ করা হচ্ছে ইভিএম মেশিনের মাধ্যমে।শীতের সকাল হওয়ায় কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অনেক কম দেখা যায়। তবে বেলা বাড়ার সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা।
নির্বাচনে অনিয়ম ঠেকাতে সবগুলো ভোটকেন্দ্রেই বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে র্যাবের ৯টি টিম, ৪ প্লাটুন বিজিবি, ৫টি স্ট্রাইকিং ফোর্স, ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ও আনসারের সমন্বয়ে ৬টি মোবাইল টিম । এ ছাড়াও নিরাপত্তায় নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা ।
কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ১৪৫ জন প্রিজাইডিং অফিসার, ৯৫২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৯০৪ জন পোলিং অফিসার।’
দুই উপজেলার ১৭টি ইউনিয়নের নারী-পুরুষসহ ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
গত বছরের ২২ জুলাই এ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
নিউজনাউ/আরবি/২০২৩