নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরেরে গোপালপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্য একজন নারী ও দুজন পুরুষ রয়েছে। নিহতরা হলেন, মুনতাজ মাষ্টার (৬২), জমির উদ্দিন (৬০), সাথী (৩৫)।
জানা যায়, গোপালপুর ইউনিয়নের রেলগেট সংলগ্ন নারাণপুর এলাকায় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর সোয়া ১ টার দিকে নারায়ণপুর এলাকায় রেললাইন পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তিনজন এক লাইন দিয়ে পার হওয়ার সময় সেই লাইনে মালবাহী ট্রেন ঢুকতে দেখে, পাশের লাইনে যেতেই ওই লাইনে আসা ট্রেনে কাটা পড়েন তারা।
নিউজনাউ/এসএইচ/২০২২