alo
ঢাকা, রবিবার, মার্চ ২৬, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে কষ্টি পাথর সাদৃশ্য মূর্তি উদ্ধার

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২২, ০২:৩৪ পিএম

গোবিন্দগঞ্জে কষ্টি পাথর সাদৃশ্য মূর্তি উদ্ধার
alo

 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাড়ে ৩ কেজি ওজনের কষ্টি পাথর সাদৃশ্য মূর্তি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের সৈয়দ মকবুল আলীর খননকৃত জমি থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।

 শুক্রবার জুমার নামাজের পর উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১নং কাটাবাড়ী গ্রামে পুকুর খননের সময় শ্রমিকরা একটি মূর্তি উদ্ধার করে। এসময় ওই স্থানে একটি কালো রঙের সাপ দেখতে পেয়ে তারা সাপটি মেরে ফেলে। পরে শ্রমিকরা বিষয়টি কাটাবাড়ী ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে তিনি বৈরাগী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জীর হাতে হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করে ফাঁড়ি ইনচার্জ মিলন চ্যাটার্জী জানান, কাটাবাড়ী গ্রামের আ. মজিদের ছেলে গয়না তার পুরাতন একটি মাটির ডিবি সংযুক্ত ১০ কাঠা জমিতে পুকুর খননকালে শ্রমিকরা একটি মূর্তি উদ্ধার করে। মূর্তিটির ওজন সাড়ে তিন কেজি এবং উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি। নারীর প্রতিকৃতির এ মূর্তিটি কোন দেবী হতে পারে- তা জানাতে পারেননি তিনি।

স্থানীয়রা জানান, মূতিটি কষ্টি পাথরের তৈরি। আমরা ধাতব পদার্থের লোহা ও ব্লেড মূর্তির সংস্পর্শে আনলে তা চুম্বকের মত মূর্তির গায়ে আটকে যায়।

নিউজনাউ/এসএইচ/২০২২

X