চট্টগ্রাম ব্যুরো: ৫ বছর ধরে কিডনি ড্যামেজ ফরিদ আহম্মেদের (৬৭)। ডায়ালাইসিস করে করে বেঁচে আছেন তিনি। ভালো করে দাঁড়াতেও পারেন না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আসবেন উদগ্রীব ছিলেন শুরু থেকেই। রবিবার যখন সেই মাহেন্দ্রক্ষণ এলো তখন তিনি আর হাসপাতালের বিছানায় থাকতে পারলেন না। সিএনজি নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন।
রবিবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় নগরের শেরশাহ থেকে পলোগ্রাউন্ড মাঠে এসে হাজির হয়েছেন ফরিদ।
দেখা যায়, সিএনজির পেছনের সিটে একটা বালিশ নিয়ে শুয়ে আছেন। সাদা পাঞ্জাবি পড়ে এসেছেন। মুখে অধীর অপেক্ষার ছাপ। শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে তার মুখে ফুটে ওঠছে হাসি।
তিনি বলেন, আমি অসুস্থ প্রায় ৫ বছর আগে থেকে। আমি আর কতদিন পৃথিবীতে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আসছেন। হাসপাতালের বেডে আর শুয়ে থাকতে পারলাম না। আমি চলে এলাম। আমার কিছু চাওয়া নেই, শুধু নেত্রীকে একটু দেখবো।
তাকে নিয়ে আসা সিনএনজি অটোরিকশা চালক বলেন, আমি উনার কাছে ভাড়া দাবী করিনি। উনি সারাদিন থাকবেন। খুশী হয়ে যত দেন আমি ততই নিব।
নিউজনাউ/এফএস/২০২২