চট্টগ্রাম ব্যুরো: ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং ক্যাম্পাসে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ‘ইউসিটিসি স্পোর্টস ম্যানিয়া ২০২২’ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসির ভি.সি. প্রফেসর ড. জাহিদ হোসেন শরীফ। বিশেষ অতিথি ছিলেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান এবং ট্রেজারার আহমেদ শরীফ তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর, কবি, লেখক এবং ইউসিটিসি স্পোর্টস এসোসিয়েশনের এডভাইজার জিয়াউল হক। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানসহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওশিন ও সামিউল তনয়ের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও মহান জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উপস্থিত অতিথিদের বক্তৃতা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা হয়। পরে খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিউজনাউ/আরবি/২০২২