alo
ঢাকা, সোমবার, ফেব্রুয়ারী ৬, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ

কাদেরের ভাই মির্জা হলেন কোম্পানীগঞ্জ আ.লীগের সভাপতি

প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২২, ০৭:১৪ পিএম

কাদেরের ভাই মির্জা হলেন কোম্পানীগঞ্জ আ.লীগের সভাপতি
alo

নোয়াখালী প্রতিনিধি: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীর নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জাকে, যিনি বসুরহাট পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে। শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ত্রিবার্ষিক সম্মেলনের শেষ দিকে এই কমিটি ঘোষণা করা হয়।

২০১০ সালে সর্বশেষ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেসময় বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে সভাপতি ও নুর নবী চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। এবার নেতৃত্বে পরিবর্তন আসতে পারে বলে নেতাকর্মীদের কথায় ইঙ্গিত মিলেছিল। আর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কাদের মির্জা ও বাদলের নাম আলোচনায় ছিল বেশি। এর আগে দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খাইরুল আনম সেলিম।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের।

বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, কৃষি ও সমবায়ক বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।

নিউজনাউ/এফএস/২০২২

X