alo
ঢাকা, সোমবার, ফেব্রুয়ারী ৬, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ

পাবনা-২ আসনে সাবেক সাংসদ আরজুর নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২২, ০৪:১৭ পিএম

পাবনা-২ আসনে সাবেক সাংসদ আরজুর নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ
alo

 

পাবনা প্রতিনিধি: পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি খন্দকার আজিজুল হক আরজু শতাধিক মোটর সাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন।

সোমবার সকালে তিনি ঢাকা থেকে ফেরী যোগে কাজিরহাট ঘাটে এসে পৌছান। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। সেখানে গণসংযোগ ও মতবিনিময় করে মোটর সাইকেল বহর নিয়ে বাধেরহাট, কাজিরবাজার, নগরবাড়ী, বওলাখোলা, নাটয়াবাড়ি, কাশিনাথপুর, দুলাই, গোপসিলন্দাসহ পাবনা-২ নির্বাচী বিভিন্ন এলাকায় প্রচারণা চালান এবং গণসংযোগ করেন।

প্রচারনা কালে সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেন, উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য হিসেবে এ এলাকার মানুষের সেবা করেছি। এলাকার উন্নয়নে কাজ করেছি। আসন্ন নির্বাচনে আমার দল বাংলাদেশ আওয়ামীলীগ সংসদ সদস্য হিসেবে দলীয় মনোনয়ন দিলে অবশ্যই নির্বাচন করে এ অঞ্চলের মানুষের সেবা করতে চাই। এলাকার মানুষের প্রয়োজনীয় উন্নয়নে অবদান রাখতে চাই। 

তিনি আরো বলেন, দলীয় মনোনয়ন পেলে এলাকার মানুষের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করতে চাআ। এর পাশাপাশি
বাংলাদেশ আওয়ামীলীগ ও দলীয় প্রধান শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব।

নিউজনাউ/এসএইচ/২০২২

X