alo
ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২২, ০৯:১৯ এএম

শ্রীমঙ্গলে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার
alo

 

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিসারি থেকে একটি ১০ ফুট লম্বা ১৪ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে জানা গেছে।

শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় সময় শ্রীমঙ্গল উপজেলার সদর ইউপির নওয়াগাঁও গ্রামের মুসাব্বির আল মাসুদ এর ফিসারিতে শ্রমিকরা কাজ করতে গিয়ে বড় আকারের একটি অজগর সাপ দেখতে পান। এত বড় আকারের অজগর দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়া হয়। 

ফিসারির মধ্যে বড় আকারের অজগর থাকার খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব (সজল) দ্রুত ফিসারিতে গিয়ে বিশাল দেহী অজগরটিকে রক্ষিত অবস্থায় উদ্ধার করেন।

বন্য প্রাণী ফাউন্ডেশনের সজল দেব জানান, উদ্ধার করা অজগর সাপটি ওজনে প্রায় ১৪ কেজি ও ১০ ফুট লম্বা। অজগরটি কিছুটা অসুস্থ মনে হয়েছে বলেও জানান তিনি। উদ্ধারের পর সাপটি বন বিভাগের সাথে যোগাযোগ করে বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। কিছুটা সুস্থ হলে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। বর্তমানে দেখাশুনা করার জন্য রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।

নিউজনাউ/আরবি/২০২২

X