alo
ঢাকা, রবিবার, নভেম্বর ২৭, ২০২২ খ্রিস্টাব্দ | ১২ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

নিজ বাড়ির ছাদ থেকে পড়ে প্রাণ গেল আ.লীগ নেতার

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২২, ০৭:৩৮ পিএম

নিজ বাড়ির ছাদ থেকে পড়ে প্রাণ গেল আ.লীগ নেতার
alo

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, এটি দুর্ঘটনা।

ঈমান আলী নামের ওই নেতা দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ব্যবসায়ী ঈমান আলী গাজীরহাট বাজার কমিটিরও সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, ইমান আলীর নিজস্ব ভবনে শ্রমিকরা কাজ করছিলেন। তিনি শ্রমিকদের কাজ তদারকি করছিলেন। এ সময় অসাবধানতাবশত দ্বিতীয় তলার ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে তিনি মারা যায়।

দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবাইদুল্লাহ জানান, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী বিষয়টি দুর্ঘটনা বলে মনে হয়েছে। বিষয়টি নিয়ে  ইমান আলীর পরিবার কোনো অভিযোগ দেয়নি।

নিউজনাউ/এসএইচ/২০২২ 
 

X