alo
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ

ব্রহ্মপুত্রে নিখোঁজ চাচা-ভাতিজাসহ ৩ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২২, ০২:৫০ পিএম

ব্রহ্মপুত্রে নিখোঁজ চাচা-ভাতিজাসহ ৩ জনের মরদেহ উদ্ধার
alo


কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরের সাহেবচরে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ চাচা-ভাতিজাসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। 

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে পাগলা নামখাইল এলাকায় থেকে তাদের উদ্ধার করা হয়।

মারা যাওয়া তিনজন হলেন-ময়মনসিংহ জেলার পাগলা থানার চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত (১৬) ও একই গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৭) এবং হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম মিয়া (৩০)। এর মধ্যে সিফাত ও ইয়াসিন সম্পর্কে চাচা-ভাতিজা। শামীম এক সন্তানের জনক। আগামী ২৫ সেপ্টেম্বর তার ওমানে যাওয়া কথা ছিল।

হোসেনপুর থানার পরিদর্শক আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকালে ব্রীজের কাছে মরদেহগুলো ভেসে ওঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশগুলো উদ্ধার করা হয়।

গত সোমবার বিকেলে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচরের পুরাতন ব্রহ্মপুত্র নদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের নামে সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। 

নিউজনাউ/আরবি/২০২২

X