alo
ঢাকা, শনিবার, এপ্রিল ১, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

মেহেরপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২২, ০৮:১৩ পিএম

মেহেরপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
alo


মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের পাঠান পাড়ায় কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন শোলমারী গ্রামের পাঠান পাড়ার সামেদ খানের ছেলে শাহ আলম (২৭) ও দোয়াত আলীর ছেলে ছোট খোকন (৩২)।

কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার সময় শোলমারী গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন ছোট খোকন ও শাহ আলম। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে সঙ্গে সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ছোট খোকন ও শাহ আলম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করেন।

নিউজনাউ/আরবি/২০২২

X