নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে আওলাদ হোসেন (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।
শনিবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে নিতাইগঞ্জের তালপট্রি এলাকার একটি দুই তলা ভবনে এ ঘটনা ঘটে। ভবনটির নিচ তলায় ডালের গুদাম ছিল বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মণ্ডলপাড়া ফায়ার স্টেশন অফিসার হামিদুর রহমান।
তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ সদরে একটি বিস্ফোরণের ঘটনায় আমাদের এখানে চারজন এসেছে। এদের মধ্যে আওলাদ হোসেন নামে একজন মারা গেছেন আহত আরো তিনজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
নিউজনাউ/আরবি/২০২৩