alo
ঢাকা, মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

স্বামীর বাড়ি ফেরা হলো না রেশমার: সড়কেই প্রাণ গেল তার

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:৩৫ পিএম

স্বামীর বাড়ি ফেরা হলো না রেশমার: সড়কেই প্রাণ গেল তার
alo

হিলি প্রতিনিধি: স্বামীর বাড়ি ফেরা হলো না রেশমা বেগমের। সড়ক দুর্ঘটনায় প্রাণ দিতে হলো তাকে। দিনাজপুরের বিরামপুরে কাভার্ট ট্রাকের চাপায় রেশমা বেগম (২১) এক গৃহবধু নিহত হয়েছেন। এ সময় তাঁর স্বামী ফসিউল কাওসার (৩৫) ও একমাত্র ছেলে রাহী(৩) প্রাণে বেঁচে যায়।

বুধবার (১ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় বিরামপুর শহরের বিরামপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে এ দূর্ঘটনা  ঘটে।

নিহত রেশমা বেগম (২১) দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের ফসিউল কাওসারের স্ত্রী।

নিহতের দেবর শান্ত জানান, তাঁর ভাবী রেশমা বেগম গত কয়েকদিন আগে তাঁর তিন বছর বয়সী ভাতিজা রাহীকে নিয়ে ফুলবাড়ী বাবার বাড়িতে বেড়াতে যান। আজ বড় ভাই ফসিউল মোটরসাইকেলে স্ত্রী রেশমা বেগম ও একমাত্র ছেলে রাহীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে বিরামপুর সোনালী ব্যাংকের সামনে একটি রিকশা ভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে তারা রাস্তার উপর ছিটকে পরে। এসময় পিছন থেকে ঢাকাগামী একটি কাভার্ট ভ্যান গৃহবধূ রেশমা বেগমকে চাপা দেয়।

স্থানীয়রা, গুরুত্ব আহত অবস্থায় রেশমা বেগম, স্বামী ফসিউল কাওসার ও ছেলে রাহীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেশমা বেগমকে মৃত ঘোষণা করে। তবে স্বামী ফসিউল কাওসার ও ছেলে রাহী প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছে।

বিরামপুর থানার এসআই এরশাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘতক কাভার্ট ভ্যানিটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

নিউজনাউ/কেআই/২০২৩

X