নিউজনাউ ডেস্ক: শিল্পের উন্নয়নের আগামী তিন বছরে ১০০ কোটি ডলার আয়ের সম্ভাবনা দেখছে পাকিস্তানের সরকার। আর তারই লক্ষ্যে এবার জাতিসংঘের সিদ্ধান্তের পর গাঁজা চাষের বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
সম্প্রতি সদস্য দেশগুলোর এক ভোটাভুটির মাধ্যম গাঁজাকে কঠিন মাদকের তালিকা থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় গাঁজার প্রয়োজনীয়তাকে তুলে ধরতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
পাকিস্তানে বসবাসরত জার্মান পরিবেশ-বিদ হেলগা আহমেদ বলেন, গাঁজা এমনকি খারাপ আবহাওয়াতেও সহজে চাষ করা সম্ভব। এর উৎপাদনে কোনো কীটনাশকের প্রয়োজন নেই, যার কারণে এটি পরিবেশ-বান্ধব ও নিরাপদ । এমনকি অল্প জমিতেও এটি যথেষ্ট জন্মে এবং তুলার চাষের চেয়ে কম পানির প্রয়োজন হয়।
বাজার গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল মার্কেট ইন-সাইটের গবেষণা অনুযায়ী, ২০২৫ সাল নাগাদ বিশ্বে গাঁজার বৈধ বাজারের আকার ৫৯ হাজার কোটি ডলার ছাড়াবে।
প্রসঙ্গত, ২০১৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এই বিষয়ে জাতিসংঘকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছিল।
নিউজনাউ/এস এইচ/২০২১