নিউজনাউ ডেস্ক: ষাটের দশকের ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরী করোনায় আক্রান্ত হয়ে গেল ৫ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। তবে বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাতের শেষ দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে (আইসিইউ) নেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু আজ (৮ এপ্রিল) দুপুর পর্যন্ত কবরীর জন্য আইসিইউ খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে কবরীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালে ভর্তি করা হয়। এবং রাখা হয় সেখানকার আইসিইউতে।
কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন বিষয়টি নিশ্চতকরেছেন। নূর উদ্দিন আরও বলেন,শেষ রাত থেকে তার অক্সিজেন লেভেল বেশ ওঠানামা করছিল। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই তাকে আইসিইউতে রাখা হয়েছে। ডাক্তাররা পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত তাকে আইসিইউতেই রাখা হবে।
নিউজনাউ/এফএস/২০২১