নিউজনাউ ডেস্ক: লোহিত সাগরে ইরানের একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ এপ্রিল) এই হামলা হয় বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম।
হামলার শিকার ওই জাহাজের নাম স্যাভিজ। তাসনিম জানিয়েছে, ‘গত কয়েক বছর ধরে জাহাজটি লোহিত সাগরে অবস্থান করছিল। সমুদ্রে জলদস্যুদের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সেখানে অবস্থানরত ইরানি কমান্ডোদের সহায়তার জন্য জাহাজটি সেখানে মোতায়েন রেখেছিল তেহরান।’
টেলিভিশন চ্যানেল আল আরাবিয়া জানিয়েছে, হামলার শিকার জাহাজটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত। মঙ্গলবার লোহিত সাগরের ইরিত্রিয়া উপকূলের কাছে জাহাজটিতে হামলা হয়। একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে আল আরাবিয়া এই তথ্য জানালেও এই দাবির পক্ষে কোনো প্রমাণ সামনে আনেনি তারা।
এই হামলার ঘটনায়ও ইসরায়েল জড়িত বলে ধারণা করা হচ্ছে। তবে ইরানি জাহাজে হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল।
সূত্র: আলজাজিরা
নিউজনাউ/আরবি/২০২১