নিউজনাউ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামের বয়ালে একটি বুথে আটকে থেকে বিবৃতি দিচ্ছেন ঠিক তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উলুবেড়িয়া ও জয়নগরের দুটি জনসভা থেকে বক্তব্য রাখার সময় বলেন, দিদি নন্দীগ্রামে হেরে গেছেন।
বিজেপি সরকার গড়ছে। দিদি কি এরপর অন্য কোনো আসন থেকে লড়বেন, প্রধানমন্ত্রীর এই ভাষণের প্রতিবাদ জানিয়ে রাত সাড়ে সাতটায় তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন ডাকে তৃণমূলরা।
মোদি উলুবেড়িয়া এবং জয়নগর দু জায়গাতেই বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে অভিযোগ করছেন যে হিন্দিভাষী বহিরাগতরা নন্দীগ্রামে ভোট লুট করেছে এবং তিনি বিহার ও উত্তরপ্রদেশের কথা বলেছেন। তিনি বিহার ও উত্তরপ্রদেশকে অপমান করেছেন। ভারত মাতার সন্তানদের এই অপমান আমি মেনে নেবো না। মোদি বলেন, তিনি বাংলাদেশের ওড়াকান্দির মতুয়া মন্দির ও সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে গিয়েছিলেন।পুজো দিয়েছেন ভারতীয়দের কল্যাণে।
নির্বাচন কমিশন, নন্দীগ্রাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিক অভিযোগ খারিজ করে দিয়েছে। যদিও আজ সন্ধ্যা ছটার মধ্যে পূর্ব মেদিনীপুরের এসপি কে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে নির্দেশ দেয়া হয়েছে।
নিউজনাউ/এফএস/২০২১