চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ ১৫ নেতাকর্মী কারাগারে প্রেরণ করেছে আদালত। এর মধ্যে ডা. শাহাদাতকে তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এছাড়া গতকাল পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় আটক হওয়া ১৫ নেতাকর্মীকেও দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে কারাগারে পাঠিয়েছে।
ডা. শাহাদাত হোসেনের আইনজীবী অ্যাডভোকেট এস এম বদরুল আনোয়ার গণমাধ্যমকে জানান, তিন মামলায় ডা. শাহাদাত হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আগামীকাল বুধবার মামলার শুনানির দিন ঠিক করেছেন।
এদিকে সোমবার গ্রেফতার বিএনপির ১৫ নেতাকর্মীর বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট মো. জাহিদুল আলম জানান, কোতোয়ালী পুলিশের দায়ের করা দুটি মামলায় পুলিশ ১৫ নেতাকর্মীকে আজ বিকেলে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেয় এবং আগামীকাল রিমান্ড শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
নিউজনাউ/আরবি/২০২১