হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কীত সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান করোনা আক্রান্ত হয়েছেন।
সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের ব্যক্তিগত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, ২৮ মার্চ জাতীয় সংসদ ভবনে করোনার নমুনা পরীক্ষা দিয়েছিলেন। ২৯ মার্চ বিকেল ৫ টায় জাতীয় সংসদ ভবনের করোনার নমুনা বুথ থেকে জানানো হয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। করোনা পজিটিভ সংক্রান্ত রিপোর্ট পেয়ে রাতেই চিকিৎসার জন্য সংসদ সদস্যকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
৩০মার্চ সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে চিকিৎসকদের পরামর্শে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের অধীনে ঢাকাস্থ সংসদ সদস্যের বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন।
নিউজনাউ/এসএ/২০২১