নিউজনাউ ডেস্ক: এক চাকার মোটরসাইকেল, এবার চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা ভারতের বাজারে নিয়ে এলো অভিনব ব্যাটারিচালিত এই এক চাকার মোটরসাইকেল।
নতুন এই মোটরসাইকেল কিন্তু অন্য সাধারণ মোটরসাইকেলের মতো করে চলানো যাবে না। সামনের দিকে ঝুঁকে চালাতে হবে এই মোটরসাইকেল, কারণ সামনের দিকে ঝুঁকলে এর গতি বাড়বে, পেছনের দিকে হেলে গেলে এর গতি কমে যাবে। লোহার তৈরি ফ্রেম এবং ফুয়েল ট্যাংক রয়েছে এক চাকার এই মোটরসাইকেলে।
অপরদিকে এটিতে শুধু চালকেরই বসার জায়গা রয়েছে। এই মোটরসাইকেলটিতে ফুল চার্জ দিয়ে ১০০ কিলোমিটার পর্যন্ত চালানো সম্ভব হবে। এর টপ স্পিড ৪৮ কিলোমিটার এবং বাইকটির ওজন ৪০ কেজি। এই মোটরসাইকেলের মূল্য ১৮৫০ ডলার। যা ভারতীয় মুদ্রায় ১৩ লাখ ৪০ হাজার রুপি।
সবচেয়ে অদ্ভুত বিষয় হলও এই মোটরসাইকেলের হ্যান্ডেলবার উপরে রাখা হয়নি। একচাকার দেখেই এটির হ্যান্ডেলবার নিচে। হ্যান্ডেলবার নিচে থাকার কারণেই এই মোটরসাইকেলের ভারসাম্য রক্ষা করা সম্ভব।
নিউজনাউ /এফএস/২০২১