নিউজনাউ ডেস্ক: আবারও মাঠে নামছে পুলিশ। করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে প্রথমবারের মতো এবারও নিবেদিত প্রাণে কাজ করবে পুলিশ। এর আগেও বিভিন্ন কর্মসূচি পালন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সোমবার (২৯ মার্চ) নতুন করে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। সরকারের এমন নির্দেশনার পর করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে আবারও মাঠে নামছে পুলিশ। করোনা ঠেকানোর পরিকল্পনায় বসেছে আইন-শৃঙ্খলা বাহিনীটি।
নির্দেশনা জারির পর পুলিশ জানায়, রাজধানী ঢাকাসহ সারাদেশে সরকারের দেওয়া নির্দেশনাগুলো জনসাধারণ ও সংশ্লিষ্টদের মেনে চলতে কর্ম-পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ। এজন্য ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরিধান নিশ্চিত করবে পুলিশ।
এছাড়া বাস, ট্রেন ও লঞ্চগুলো ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করছে কি না তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করবে পুলিশ।
নিউজনাউ/এসএ/২০২১