প্রণব মজুমদার
পঞ্চাশ ছাড়িয়ে গেছে সেই কবে
হিসাব কষিনি কোনদিন
সুবর্ণ সময় উদযাপন সাড়ম্বরে দেশ
তোমারও একে একে পার হয় পঞ্চাশ
অংকটা বেশ, তবুও স্বস্তি নেই আমার
চৈতণ্যের বিবেকটা ভোতা হয়ে গেছে
মুখে প্রগতির মন্ত্র পাঠ করে চলি
ভেতরে পুষি প্রভেদ, সাম্প্রদায়িকতা
হে স্বাধীন বাংলাদেশ! তোমার দেহ
প্রতিদিন রক্তাক্ত হয় শত্রুর সবর উচ্চারণে
অনিয়ম আর অসাম্য বোধের হতাশায়
এসব দায় আমিও এড়াতে পারি না!
অর্ধ শতবর্ষে আজও কাঁদে আমার প্রিয় স্বদেশ!