নিউজনাউ ডেস্ক: টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি নির্বাচনকে সামনে রেখে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। যোগ দিয়েই ভোটের মাঠের টিকিট পেয়েছেন তিনি। মমতা ব্যানার্জির দলের হয়ে নির্বাচনে লড়বেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে।
দলীয় মনোনয়ন পাওয়ার পর নির্বাচনী এলাকায় গিয়েছেন কৌশানী। কৃষ্ণনগর উত্তরের বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন, কথা বলছেন সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের সঙ্গেও। এমনটাই দেখা গেছে তার ফেসবুক পেজে শেয়ার করা ছবিতে।
রাজনীতিতে একেবারেই নতুন কৌশানী বলেন, ‘দিদির (মমতা ব্যানার্জি) বিশ্বাস, মাথার ওপর দিদির আশীর্বাদের জন্যই আমি এই জায়গায় পৌঁছেছি। দিদির এই বিশ্বাসের উপযুক্ত মর্যাদা যেন আমি দিতে পারি, সেটাই আমার স্বপ্ন, আর তা পূরণ করব।
নিউজনাউ/টিপিএম/২০২১