নিউজনাউ ডেস্ক: মশা নিধনে আগামী ৮ মার্চ থেকে অঞ্চলভিত্তিক ক্র্যাশ প্রোগ্রাম চালু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (৬ মার্চ) বনানীতে প্রীতি ক্রিকেট ম্যাচ উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা বললেন মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেন, এ প্রকল্পে ইতোমধ্যেই ১২০০ কর্মী নিয়োগ করা হয়েছে। ১০ দিন পরপর এ কার্যক্রম চলবে। আতিকুল ইসলাম বলেন, মশক নিধনের জন্য প্রায় ১২০০ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। টানা ১০ দিন করে মাঝে একদিনের বিরতি দিয়ে এই নিধন কার্যক্রম চলবে।
কর্মকর্তা ঠিক মতো কাজ করছে কিনা তা দেখার জন্য আলাদা উইং মাঠে থাকবে বলে জানান মেয়র।
নিউজনাউ/এসএ/২০২১