নিউজনাউ ডেস্ক: সংক্রমণের সংখ্যা বৃদ্ধি অব্যহত থাকায় পুরো মার্চ মাস সারাদেশে কারফিউ ঘোষণা করেছে কুয়েত। বৃহস্পতিবার (৪ মার্চ) মন্ত্রীদের এক সভা শেষে এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। সিদ্ধান্তে বলা হয় আগামী ৭ মার্চ থেকে মাসজুড়ে প্রতিদিন ১২ ঘণ্টা করে কারফিউ থাকবে সারাদেশে।
কারফিউ চলাকালীন প্রতিদিন বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত লোক সমাগমের স্থান, পার্ক, খেলার মাঠ, বাংলো, শপিং সেন্টারসহ সবকিছু বন্ধ থাকবে। ফর্মেসি ও অন্যান্য জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে শুধুমাত্র ডেলিভারি সুবিধা দেবে সরকার। কারফিউ চলার সময় ফজর, মাগরিব ও এশার নামাজের জন্য মুসল্লিদের পায়ে হেটে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। তবে টেক্সিতে দুজন যাত্রী পরিবহনের নিয়ম বলবৎ রয়েছে। এ সময় কুয়েতে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কুয়েত সরকার।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে এক হাজার ৭১৬ জন। সুস্থ হয়েছে এক হাজার ১২৫ জন। মোট আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৬৪ হাজার ৯৭ জন।
নিউজনাউ/এসএ/২০২১