নিউজনাউ ডেস্ক: নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। নতুন প্রজন্মের অনেকের কাছে আদর্শ তিনি। তার এক ঝলকের উপস্থিতি মানে দর্শকের কাছে অন্যরকম উন্মাদনা।
তবে বিশেষ দিবসের বাইরে টিভি নাটকে খুব বেশি দেখা যায়নি এই অভিনেত্রীকে। এদিকে করোনায় দীর্ঘ সময় ছিলেন ঘরবন্দি। সম্প্রতি চার বছর পর অভিনেতা মিলনের বিপরীতে একটি নাটকের শুটিং শুরু করেছেন তিনি। ‘ঘোর’ শিরোনামের নাটকে দেখা যাবে তাদের। অসম প্রেমের গল্প নিয়ে এই নাটকটি নির্মাণ হচ্ছে। নাটকটি নির্মাণ করছেন মিলন নিজেই। এই নাটকের মধ্য দিয়ে মৌ প্রায় এক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন। এই নাটকে মৌর চরিত্রটি নিয়ে দারুণ প্রত্যাশা করছেন মিলন।
মিলন জানালেন, চিত্রনাট্য পাঠানোর পর থেকেই মৌ আপা নানান পরামর্শ দিয়েছেন। কাজটি নিয়ে খুবই উৎসাহী ছিলেন তিনি। গল্পের চরিত্রের সঙ্গে মানিয়ে নেয়ার জন্যও তার আলাদা চেষ্টা ছিল। কস্টিউম নিয়েও ভেবেছেন তিনি।
নিউজনাউ/ টিপিএম/২০২১