নিউজনাউ ডেস্ক: নন্দিত পরিচালক তৌকীর আহমেদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মাণ করেছেন সিনেমা ‘স্ফুলিঙ্গ’। আগামী ১৯ মার্চ এটি মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে।
গত ডিসেম্বরে জাঁকালো এক আয়োজনে সিনেমাটির ঘোষণা দেন পরিচালক তৌকীর আহমেদ। এক মাসেরও কম সময়ে এর শুটিং সম্পন্ন হয় এবং তিন মাসের মধ্যে মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে।
‘স্ফুলিঙ্গ’র গল্প গড়ে উঠেছে একটি ব্যান্ড দলকে ঘিরে। বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই মূলত সিনেমাটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক।
‘স্ফুলিঙ্গ’র কেন্দ্রীয় চরিত্রগুলোতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পরীমনি, রওনক হাসান ও শ্যামল মাওলা। আরও রয়েছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, হাসনাত রিপন প্রমুখ। এর আগে ‘স্ফুলিঙ্গ’র ‘তোমার নামে’ শিরোনামের একটি গানটি প্রকাশ পায় ভালোবাসা দিবসে। স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।
নিউজনাউ/টিপিএম/২০২১