নিউজনাউ ডেস্ক: এক মাসের অধিক সময় ছুটি কাটিয়ে বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। গত ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পর সেখান থেকেই লন্ডন চলে গিয়েছিলেন জেমি। বেলা ১১ টার দিকে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন।
জেমির আগেভাগে ঢাকায় আসার কারণ হলো মাঠে বসে লিগের খেলা দেখা। অবশ্য এসেই সরাসরি মাঠে যেতে পারবেন না বাংলাদেশের প্রধান কোচ। ১৪ দিন থাকতে হবে হোটেল ফার্সে কোয়ারেন্টিনে।
এর আগে এশিয়া কাপ ও বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচ শেষ বড় দিনের ছুটিতে গিয়েছিলেন এই ব্রিটিশ কোচ। তখনই গুঞ্জন শুরু হয়েছিলো কাতারের সাথে বড় ব্যবধানে হারায় তাকে আর কোচের দায়িত্বে রাখছে না বাফুফে।
তবে সে সময় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জেমি বলেছিলেন এমন খবরের কোন ভিত্তি নেই।
নিউজনাউ/এবিএ/২০২১