নিউজনাউ ডেস্ক: জার্মান সংস্থা বায়োএনটেক ও মার্কিন সংস্থা ফাইজারের করোনাভাইরাস টিকা গণহারে দেওয়া শুরু করেছে মেক্সিকো। দেশটির স্থানীয় সময় গতকাল বুধবার ৮৭৯টি হাসপাতালে একযোগে প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়া শুরু হয়।
মেক্সিকান সংবাদমাধ্যমে বলা হয়,টিকার জন্য মনোনিত স্বাস্থ্যকর্মীরা হাসপাতাল থেকে দুটি ডোজ পাবেন। ইতিমধ্যে টিকাদানের প্রথম ডোজ শুরু হয়ে গেছে। এরপর দ্বিতীয় রাউন্ডে দেড় কোটি বয়স্ক মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। যা জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরু থেকে শুরু হতে পারে।
এ বিষয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর গণমাধ্যমকে বলেন, আমরা খুব খুশি যে টিকাদান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রথম রাউন্ডের টিকাদান তিনদিনের শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য,মেক্সিকোতে এখন পর্যন্ত ১৫ লাখ ৭১ হাজার ৯০১ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৩৬ হাজার ৯১৭ জনের।
নিউজনাউ/এবিএ/২০২১