NewsNow24.Com
Leading Multimedia News Portal in Bangladesh

ইরানের হামলার পর ট্রাম্পের টুইটঃ ‘অল ইজ ওয়েল’

Get real time updates directly on you device, subscribe now.

নিউজ ডেস্কঃ ইরাকে মার্কিন দুটি সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তার শুরুতে লিখেছেন ‘অল ইজ ওয়েল’।

টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন, সবকিছু ঠিক আছে! ইরাকে অবস্থিত দুটি সামরিক ঘাঁটিতে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এখন ক্ষয়ক্ষতি এবং হতাহতের তথ্য মূল্যায়ন করা হচ্ছে। যা হয়েছে, ভালো হয়েছে! আমাদের কাছে সবচেয়ে ক্ষমতাধর এবং সুসজ্জিত সামরিক বাহিনী রয়েছে। বিশ্বের যেকোনও স্থানে তারা রয়েছে।

স্থানীয় সময় আগামীকাল (বুধবার) সকালে একটি বিবৃতি দিবেন বলেও ওই টুইট বার্তায় জানান ট্রাম্প।

গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যার পর বুধবার ইরাকের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা করে ইরান।

নিউজ নাউ/বান্না/২০২০

Get real time updates directly on you device, subscribe now.

আপনার মতামত জানান

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More