NewsNow24.Com
Leading Multimedia News Portal in Bangladesh

কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ২৬

Get real time updates directly on you device, subscribe now.

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত হাসেম মালিথা (৭০) কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ইউনিয়নের জুগিয়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। সোমবার দুপুর ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা ইউনিটে সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাতজন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এদিকে নতুন ১৭৯ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৭ জনে। নতুন ২৬ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৮৩ জন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ২৬ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ১৯ জন, দৌলতপুরের দুইজন, ভেড়ামারার চারজন এবং মিরপুর উপজেলার একজন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ১ লাখ ২৩ হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ১ লাখ ১৭ হাজার ৯৩৫ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০৯ জন। তাদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭ জন ও হোম আইসোলেশনে আছেন ১০০ জন।

নিউজনাউ/এবি/২০২২

Get real time updates directly on you device, subscribe now.

আপনার মতামত জানান

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More