alo
ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সুপারশপে বন্দুক হামলা, নিহত ১০

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২২, ১২:২২ পিএম

যুক্তরাষ্ট্রের সুপারশপে বন্দুক হামলা, নিহত ১০
alo

নিউজনাউ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের চেসাপিক শহরের একটি ওয়ালমার্ট স্টোরে মঙ্গলবার রাতে একজন বন্দুকধারী গুলি করে অন্তত ১০ জনকে হত্যা করেছে। শহরের কর্মকর্তারা জানয়িছেন, বন্দুকধারীও মারা গেছে।

চেসাপিক পুলিশ বিভাগের মুখপাত্র লিও কোসিনস্কি একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেছেন, পুলিশ বিভাগ রাত ১০ টার দিকে ওয়ালমার্টের অভ্যন্তরে গুলি চালানোর খবর পায়। অফিসাররা যখন দোকানে প্রবেশ করে, তারা অনেক নিহত এবং একাধিক আহত ব্যক্তিকে দেখতে পায়।

কোসিনস্কি বলেন, বন্দুকধারীকে দোকানে মৃত অবস্থায় পাওয়া গেছে। বন্দুকধারী একজন কর্মচারী কিনা বা তিনি আত্মহত্যা করে মারা গেছেন কিনা তা এখনোও জানা যায়নি। বন্দুকধারীর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, তিন দিনের মধ্যে দেশটিতে দ্বিতীয় গণগুলির ঘটনা এটি। চলতি সপ্তাহের শনিবার দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের কলোরাডো স্প্রিংসে ক্লাব কিউ নামের একটি সমকামী নাইটক্লাবে বন্দুকহামলায় পাঁচজন নিহত ও ১৮ জন আহত হয়েছে।

সূত্র: নিউইয়ক টাইমস

নিউজনাউ/এসএইচ/২০২২ 

X