alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

টুইটার ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ!

প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০২৩, ০৩:৪৬ পিএম

টুইটার ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ!
alo


নিউজনাউ ডেস্ক:  টুইটার ব্যবহারকারীদের জন্য আবারও দুঃসংবাদ। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটির ২০ কোটি ব্যবহারকারীর ই-মেইল হ্যাক হয়েছে। একজন নিরাপত্তা গবেষকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। 

ই-মেইলগুলো হ্যাক করার পর সেগুলো একটি অনলাইন হ্যাকিং ফোরামে পোস্ট করেছেন হ্যাকাররা। তবে ই-মেইল হ্যাকিং নিয়ে টুইটারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। গত ২৪ ডিসেম্বর এই হ্যাকিং এর ঘটনা ঘটলেও এ নিয়ে টুইটার কোনো তদন্ত শুরু করেছে কি না তা স্পষ্ট নয়।

ইসরায়েলের সাইবার সিকিউরিটি-মনিটরিং ফার্ম হাডসন রকের সহপ্রতিষ্ঠাতা অ্যালন গাল সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে বলেন, ‘আমার দেখা সবচেয়ে উল্লেখযোগ্য হ্যাকের ঘটনা এটি।’ সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ইলন মাস্ক টুইটার কেনার আগেই গত বছরের শুরুতে ই-মেইলগুলো হ্যাক হয়, তবে কোন স্থান থেকে ও কখন হ্যাকাররা এ কাণ্ড ঘটিয়েছেন, তা এখনও জানা যায়নি।

আয়ারল্যান্ডে অবস্থিত ইউরোপের তথ্য সুরক্ষা কমিশন ও যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন ইলন মাস্কের প্রতিষ্ঠানটি নিয়ম মেনে চলছে কি না তা পর্যবেক্ষণ করছে।

নিউজনাউ/এফএস/২০২৩


 

X