নিউজনাউ ডেস্ক: এখন নতুন সিম বিক্রিতে আর বাধা নেই বলে জানিয়েছে, গ্রামীণফোন। এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তাদের নিষেধাজ্ঞা তুলে নেয় বলেও জানায় গ্রামীণফোন।
গ্রামীণফোনের সেবা ও মান নিয়ে অসন্তুষ্টি থেকে গত বছরের জুনে তাদের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছিল বিটিআরসি। তবে ছয় মাস পর সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে গ্রামীণফোনকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি।
এ বিষয়ে বিটিআরসি’র একজন কর্মকর্তা বলেন, গ্রামীণফোনকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানও বিবৃতি দিয়ে খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গ্রামীণফোন বিশ্বাস করে, সেবার মান সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়া একটি অনুপযুক্ত ব্যবস্থা। তবুও ছয় মাস আগে নিষেধাজ্ঞা জারির পর থেকে আমরা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের সঙ্গে গঠনমূলক আলোচনা করে এসেছি।’
গ্রামীণফোনের সিইও বলেন, ‘আমরা বারবার বলেছি, এই পদক্ষেপ গ্রাহককে তাদের পছন্দের স্বাধীনতা থেকে বঞ্চিত করে এবং বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায়।
নিউজনাউ/এফএস/২০২৩