চট্টগ্রাম ব্যুরো: কেউ এসেছেন লাঠি ভর করে আবার কেউ হুইলচেয়ারে করে। তারা প্রত্যেকেই অসহায়। বাস করেন নগরের বিভিন্ন প্রান্তে। কনকনে এই শীতে একটু উষ্ণতার ছোঁয়া পেতে যখন তারা মরিয়া তখনই হাজারখানেক কম্বল নিয়ে তাদের পাশে দাঁড়ালো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নগরের দামপাড়া মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্বরে একটি অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং সেলের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়। এর আগে, শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে সিপিডিএল এর পক্ষ থেকে ১ হাজার পিস কম্বল সিএমপি ও কমিউনিটি পুলিশিং সেল, চট্টগ্রাম মহানগরের নিকট হস্তান্তর করা হয়।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন-পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো. আব্দুল ওয়ারীশ, জনাব এম এ মালেক, আহবায়ক, মহানগর কমিউনিটি পুলিশিং সেল, জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, মহানগর কমিউনিটি পুলিশিং সেল, জনাব ইঞ্জিনিয়ার ইফতেখার , ম্যানেজিং ডিরেক্টর, সিপিডিএল সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মহানগর কমিউনিটি পুলিশিং সেলের নেতৃবৃন্দ।
নিউজনাউ/আরএইচআর/২০২৩