alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

ঋণের কিস্তির চাপে লোহাগাড়ায় প্রবাসীর আত্মহত্যা!

প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৩, ০২:১৭ পিএম

ঋণের কিস্তির চাপে লোহাগাড়ায় প্রবাসীর আত্মহত্যা!
alo

 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ঋণের কিস্তির চাপে আত্মহত্যা করা এনামুল হক বাদশা (৫৫) নামে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার পদুয়া ফরিয়াদেরকুল এলাকায় নিজ বাড়িতে বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।


এনামুল হক বাদশা পদুয়া ফরিয়াদেরকুল এলাকার মোজাফ্ফর সওদাগরের ছেলে।

নিহতের চাচাতো ভাই কামাল উদ্দিন বলেন, 'রাতে খেয়ে শোবার ঘরে ঘুমাতে যান তিনি। নিয়মিত ফজরের নামাজ আদায় করতেন। সকালে কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে আমরা পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে।'

তিনি আরও বলেন, ‘পারিবারিক কারণে বাদশা বিভিন্ন এনজিও থেকে নিজের নামের পাশাপাশি স্ত্রীর নামেও ঋণ নিয়েছিল। ঋণের টাকা পরিশোধ করতে না পারায় তার মধ্যে হতাশা তৈরি হয়। এনজিওর লোকেরা তাকে টাকার জন্য চাপ দিত। তার ঘরের আসবাবপত্রও নিয়ে যাওয়া চেষ্টা করে। ওই হতাশায় তিনি আত্মহত্যা করেন।’

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তিনি ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজনাউ/আরএইচআর/২০২৩

X