চট্টগ্রাম ব্যুরো: জমি নিয়ে বিরোধের জেরে নেত্রকোণা জেলার আটপাড়া থানার হাতিয়া গ্রামে খুন করা হয় এরশাদ মিয়া নামের এক ব্যক্তিকে। গত বছরের ২৬ মে ঘটে এ হত্যাকাণ্ড। ঘটনার প্রায় সাড়ে ৭ মাস পর মামলার ৫ আসামিকে ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের র্যাব-৭।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন নেত্রকোণার আটপাড়া থানার হাতিয়া গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে আবদুল মোমেন ওরফে সবুজ মিয়া (৬৫), তার দুই ছেলে মো. রুমান মিয়া (২৪), মো. আরমান মিয়া (১৮), দুই ভাই আবুল কাশেম (৫৫) এবং শফিকুল ইসলাম (৩৭)।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এরশাদ হত্যাকাণ্ডে জড়িত বলে স্বীকার করেছেন। র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানিয়েছেন এ তথ্য।
তিনি বলেন, ভিকটিমের সঙ্গে আসামিদের জমি সংক্রান্ত পূর্ব-শত্রুতা ও মামলা ছিল। ২৬ মে আসামিরা তার উপর হামলা করেন। তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান তারা। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ১৯ জনকে আসামি করে আটপাড়া থানায় মামলা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তিন আসামিকে মুন্সীগঞ্জের মুক্তারপুর এবং দুই আসামিকে ঢাকার দক্ষিণখান গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
নিউজনাউ/জেআর/২০২৩