alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়া থেকে আরও ৩০ আধুনিক রেলকোচ এলো চট্টগ্রামে

প্রকাশিত: ০৫ জানুয়ারী, ২০২৩, ০৩:২২ পিএম

দক্ষিণ কোরিয়া থেকে আরও ৩০ আধুনিক রেলকোচ এলো চট্টগ্রামে
alo

 

চট্টগ্রাম ব্যুরো: যাত্রাপথে সুযোগ-সুবিধা বাড়িয়ে রেল যোগাযোগকে আরও গতিশীল করতে দক্ষিণ কোরিয়া থেকে দ্বিতীয় চালানে আরও আধুনিক মিটারগেজ রেলকোচ এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। ১৫টি করে মোট ৩০টি মিটারগেজ কোচ এসেছে এ চালানে। যার এক একটির ওজন প্রায় ২৯ টন।

বুধবার (৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের ১২ নম্বর জেটিতে কোচগুলোর খালাস কার্যক্রম শুরু হয়।  

রেলওয়ে সূত্র জানায়, এমভি স্টার টাইচি জাহাজটি গত ২৪ ডিসেম্বর কোরিয়া থেকে কোচগুলো নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। যা আজ সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। নতুন কোচগুলো খালাস শেষে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) হয়ে পাহাড়তলী কারখানায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।

রেলওয়ের যান্ত্রিক বিভাগের প্রকৌশলীরা জানান, আমদানি করা কোচগুলো স্টিলনেস স্টিল বডি, বায়ো-টয়লেট সংযুক্ত, স্বয়ংক্রিয় এয়ারব্রেক-স্লাইডিং ডোরসহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। দেড়শ কোচের মধ্যে শীততপ নিয়ন্ত্রিত (এসি) স্লিপিং বার্থ ৩০টি, এসি চেয়ার কোচ ৩৮টি, শোভন চেয়ার ৪৪টি এবং খাবার গাড়িরসহ শোভন চেয়ার ১৬টি, পাওয়ার কার (বিদ্যুৎ সঞ্চালন বগি) শোভন চেয়ার কোচ ১২টি, একটি করে খাবার গাড়ি ও পরিদর্শন গাড়ির কোচ রয়েছে।

রেলওয়ে মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, নতুন কোচগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এগুলোর খালাস কার্যক্রম চলছে। সেগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। 

তিনি বলেন, নিরাপদ ও আরামদায়ক হওয়ায় রেলপথে যাত্রীর পাশাপাশি রেললাইনও বেড়েছে। ফলে বিদ্যমান কোচ ও ইঞ্জিন দিয়ে রেল পরিচালনায় হিমশিম খাচ্ছি। আশা করছি, দক্ষিণ কোরিয়া থেকে ইঞ্জিন ও কোচ চলে এলে রেলপথে আরও গতি বাড়বে।  

নিউজনাউ/আরএইচআর/২০২৩

X