alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ট্রাক চাপায় লাশ হল কিশোরী

প্রকাশিত: ০৫ জানুয়ারী, ২০২৩, ০৩:১৫ পিএম

সীতাকুণ্ডে ট্রাক চাপায় লাশ হল কিশোরী
alo

 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরের চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক বাইপাস এলাকায় ট্রাক চাপায় প্রিয়া রানী ঋষি (১৫) নামের এক কিশোরী নিহত হয়েছে।  

বুধবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।


নিহত প্রিয়া রানী ঋষি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং এলাকার বাসিন্দা। বাঁশবাড়িয়া ইউনিয়নে একটি জুতা তৈরির কারখানায় মা ও বাবার সঙ্গে শ্রমিকের কাজ করতো সে।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহাদাত হোসেন জানান, রাতে কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে বাইপাস এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি ট্রাক প্রিয়া রানী ঋষিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়।

মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষে কোনও মামলা করা হবে না বলে তারা জানিয়েছেন।  

নিউজনাউ/আরএইচআর/২০২৩

X