alo
ঢাকা, শনিবার, মার্চ ২৫, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

বিদায়বেলায় ইমামকে ১৫ লাখ টাকা ‘উপহার’ দিলেন মুসল্লিরা

প্রকাশিত: ০৪ জানুয়ারী, ২০২৩, ০৫:২৩ পিএম

বিদায়বেলায় ইমামকে ১৫ লাখ টাকা ‘উপহার’ দিলেন মুসল্লিরা
alo

 

চট্টগ্রাম ব্যুরো: হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া। টানা ৩৫ বছর ইমামতি করিয়েছেন চট্টগ্রাম নগরের একটি মসজিদে। ৬২ বছর বয়সে এসে এবার বিদায়বেলায় ১৫ লাখ টাকাসহ নানা উপহার সামগ্রী দিয়ে তাকে বিদায় জানালেন মুসল্লিরা। 

বছরের পথম দিন এমনই ভালবাসার নজির স্থাপন করেছেন নগরের খুলশী কলোনি বায়তুল জান্নাত জামে মসজিদ কমিটি ও মুসল্লিরা।

হাফেজ মাওলানা গোলাম কিবরিয়ার গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরভাটা এলাকায়। তিনি মৃত হাফেজ সোলায়মানের ছেলে। 

পরিবার নিয়ে তিনি নগরের খুলশী থানার গ্রিন ভিউ আবাসিকের একটি ভাড়া বাসায় থাকেন। তার তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। ছেলেদের সবাই কোরআনের হাফেজ। 


মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক সাব্বির হান্নান বলেন, ‘উনি টানা ৩৫ বছর আমাদের মসজিদের ইমামতি করেছেন। একজন ইমামের কতই বা বেতন। বিদায় বেলায় আমাদের মনে হলো ইমাম সাহেবকে যথাযথ সম্মান দেওয়া উচিত। এ কারণেই মসজিদ কমিটি ও এলাকাবাসী সবাই মিলে এ উদ্যোগ নিয়েছি।’

খুলশী কলোনি বায়তুল জান্নাত জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাব্বির হান্নানের পরিচালনায় বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আলম।

বক্তব্য দেন সংবর্ধিত অতিথি আলহাজ হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, বিশেষ অতিথি খুলশী কলোনি বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা ড. আতাউর রহমান নদভী, খুলশী থানা অফিসার্স ইনচার্জ সন্তোষ কুমার চাকমা, মাওলানা হাফিজ আহমেদ, খুলশী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুর রহমান, খুলশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল আবছার প্রমুখ।  

নিউজনাউ/আরএইচআর/২০২৩

X