alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

এনআইডি সংশোধন সহজ করতে নির্বাচন কর্মকর্তার সাথে সুজনের মতবিনিময়

প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৩, ০৬:৫৫ পিএম

এনআইডি সংশোধন সহজ করতে  নির্বাচন কর্মকর্তার সাথে সুজনের মতবিনিময়
alo

 

চট্টগ্রাম ব্যুরো: জাতীয় পরিচয় পত্র (এনআইডি) কার্ড সংশোধন সহজ করতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে মতবিনিময় করেন চট্টগ্রাম সিটি করপোরেশন সাবেক প্রশাসক এবং নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় খোরশেদ আলম সুজন বলেন, জাতীয় পরিচয়পত্র হচ্ছে রাষ্ট্রের মৌলিক পরিচিতি পত্র। বর্তমান সরকার উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এনআইডি কার্ডে বিভিন্ন সুবিধাদি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। জন্ম নিবন্ধন, স্কুলে ভর্তি, পাসপোর্ট তৈরি, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল সিমকার্ড ক্রয়, গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ, ভ্যাক্সিনেশনসহ সরকারি নানাবিধ সুযোগ সুবিধার পাওয়ার ক্ষেত্রে এনআইডি কার্ডটি অত্যাবশ্যক হয়ে পড়েছে।

তিনি বলেন, দেখা যাচ্ছে যে এনআইডি কার্ডে ভুল তথ্য থাকলে কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে। সে কারণে এনআইডি কার্ডটি সংশোধন অপরিহার্য হয়ে পড়েছে। 

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বর্তমানে প্রাতিষ্ঠানিক রূপলাভ করতে সমর্থ হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতায় জনগন আগের তুলনায় দ্রুততম সময়ে সেবা পাচ্ছেন। তবে সেবা পাওয়ার ক্ষেত্রে সেবা প্রার্থীদেরও সহযোগিতা করার আহবান জানান তিনি। 

এসময় তিনি থানা নির্বাচন অফিসে সংশোধনের জন্য আগত সেবা প্রার্থীদের সাথে কথা বলেন এবং নির্বাচন কার্যালয়ের সেবা সম্পর্কে জানতে চান। সেবা প্রার্থীরা নির্বাচন কমিশনের সার্বিক পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে বলে জানান এবং এনআইডি কার্ড সংশোধন সহজীকরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। 

এসময় খোরশেদ আলম সুজন উপস্থিত কয়েকজন সেবা প্রার্থীদের প্রয়োজনীয় সংশোধনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে গেলে তিনি সাথে সাথে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া উপস্থিত সেবাপ্রার্থীদের অভিযোগের ভিত্তিতে একজন কর্মকর্তাকে তাৎক্ষনিক বদলির নির্দেশ দেন।

চসিকের সাবেক প্রশাসক জনগুরুত্বপূর্ণ নানাবিধ বিষয়ে ত্বড়িৎ ব্যবস্থা গ্রহন করে নাগরিকদের ভোগান্তি লাঘবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সহযোগিতা কামনা করেন। 

সৌজন্য সাক্ষাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, সদস্য সচিব হাজী মো. হোসেন, অনির্বান দাশ বাবু প্রমূখ।

নিউজনাউ/আরএইচআর/২০২৩

X